Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধ্যাপকের ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল রাবি

রাবি করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ০৯:৩৬ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১১:২৪

রাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুনের বিতর্কিত মন্তব্যের জেরে মধ্যরাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৭ অক্টোবর) রাত ১১ টায় বিশ্বিবদ্যালয়ের জোহা চত্বর থেকে তারা বিক্ষোভ শুরু করেন।

এর আগে, অধ্যাপক মামুন তার ফেসবুকে রাকসু হল সংসদের নারীদের শপথ গ্রহণের ছবি দিয়ে লিখেন ‘এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাব। পড়বো টু-কোয়ার্টার আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদ পান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!’

বিজ্ঞাপন

তার এই পোস্টের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। পরবর্তীতে তিনি পোস্টটি ডিলিট করে দেন। এরপরই শিক্ষার্থীরা বিক্ষোভের ডাক দেন। হল থেকে শিক্ষার্থীরা জোহা চত্বরে জড়ো হন। তারপর সেখান থেকে পশ্চিমপাড়ায় মেয়েদের হলগুলোর সামনে দিয়ে বিক্ষোভ নিয়ে যান তারা। এ সময় হল থেকে মেয়েরা যুক্ত হন বিক্ষোভে।

এ সময় তারা, ”মামুনের দুই গালে জুতা মারো তালে তালে”, “মামুনের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না”, “মদখোরের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না”, “তোমার আমার পরিচয় হিজাব হিজাব”, “হিজাব হিজাব”, “রাবিয়ানদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন”, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো” এমন সব স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ শেষে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরে হিজাব বিদ্বেষীদের একটা আতুরঘরে পরিণত হয়েছে। তাদের যতই বোঝানো হচ্ছে যে হিজাবীরাও সামনে আসতে পারে তারা ততই কটুক্তি করে আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা তাকে চ্যালেঞ্জ করতে চাই সে যে মন্তব্য করেছে হুবহু তা করে দেখাক। আমরা তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এখানে এসেছি। আমরা চাইনা তার মতো আর এই সাহস দেখাক। তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নতুবা তাকে এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।’

রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন, ‘শিক্ষার্থীদের অস্তিত্বে আঘাত লেগেছে, হিজাবের অস্তিত্বে আঘাত লেগেছে, মুসলমানের অস্তিত্বে আঘাত লেগেছে। যদি কোনো কিন্তু ছাড়া সে তিন মিনিট না তিন সেকেন্ড পোস্ট রেখেছে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা আগামীকাল জার্নালিজম বিভাগের সামনে অবস্থান নেব। তার বর্ণনা করা অবস্থায় আমরা তাকে দেখতে চাই। তার যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে সে অবশ্যই এই অবস্থায় আসবে। নাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামীকালকেই অনতিবিলম্বে তাকে শোকজ করতে হবে।’

সারাবাংলা/এনএমই/এসডব্লিউ
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে সিঙ্গার
২৮ অক্টোবর ২০২৫ ০৯:২১

আরো

সম্পর্কিত খবর