নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ কুখ্যাত সন্ত্রাসী চাঁন মিয়া (৩৮) ওরফে ‘চান্দা ডাকাত’-কে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চরজব্বার থানার চর ওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রাউন্ড গুলি ও একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, চাঁন মিয়া এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করত। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার ভারপ্রাপ্ত এএসপি মিঠুন কুমার কুণ্ডু বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।