দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন হিন্দি টেলিদুনিয়ার অন্যতম ‘পাওয়ার কাপল’ জয় ভানুশালী ও মাহি ভিজ! এমনই শোনা যাচ্ছে। কয়েক মাস আগেই নাকি বিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় এই দুই মুখ। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন তারা?
চলতি বছরের জুলাইয়ে জয় ও মাহির বিবাহবিচ্ছেদের গুঞ্জন প্রথম শোনা যায়। সেই সময় অভিনেত্রীকে এই প্রশ্ন করা হলে, তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে, এই বিষয়ে কাউকে জবাব দিতে তিনি বাধ্য নন। এখন খবর, গত জুলাই বা অগস্ট নাগাদই বিচ্ছেদে আইনি সিলমোহর পড়ে যায়।
সূত্রের খবর, মাস কয়েক আগে বিচ্ছেদের আবেদন জানালেও অনেক দিন ধরেই আলাদা থাকছিলেন তারা। ইতিমধ্যেই সন্তানেরা কার কাছে থাকবে, সেই সিদ্ধান্তও নেওয়া হয়ে গেছে বলে খবর। জয়ের উপরে মাহির সন্দেহ থেকেই নাকি সমস্যার সূত্রপাত। এক সময় তারা একত্রে ‘ভ্লগ’ করতেন, অথচ বিগত কয়েক মাস ধরে একসঙ্গে একটা ছবি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করেননি তারা। ২০২৪ সালের জুলাইয়ে শেষ একসঙ্গে পারিবারিক ছবি পোস্ট করেছিলেন। এমনকি গত অগস্টে তাদের মেয়ে তারার জন্মদিন উদযাপনেও জয় ও মাহিকে দূরত্ব বজায় রাখতে দেখা যায় বলেই খবর।
২০১০ সালে জয় ও মাহি বিয়ে করেন। তাদের তিন সন্তান। মাহির গর্ভজাত কন্যা তারা, সেই সঙ্গে রাজবীর ও খুশিকে দত্তক নেন দম্পতি। এখনও পর্যন্ত বিচ্ছেদের প্রসঙ্গে তারা মুখ খোলেননি।