Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৫:৫৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৬:০০

ইনসেটে আওয়ামী লীগ নেতা আহমদ মোস্তফা খান বাচ্চু। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: পুলিশ হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা আহমদ মোস্তফা খান বাচ্চু (৮৬) মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি মারা যান।

আহমদ মোস্তফা খান বাচ্চু জেলার এনায়েতপুর গ্রামের মৃত আলহাজ আবু মুসার ছেলে এবং এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এম এম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের (২৪ এপ্রিল) মোস্তফা খান বাচ্চু কারাগারে আসেন। আজ সকালে অসুস্থ্য হলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান। তিনি এনায়েতপুর থানার পুলিশ হত্যাসহ চারটি মামলা আসামি ছিলেন।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার বলেন, অসুস্থ্য অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তিনি মারা গেছেন।