Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদর্শ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে গোবিপ্রবিতে ফ্রি কোরআন বিতরণ

গোবিপ্রবি করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ২০:২০

সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ফ্রি কোরআন বিতরণ অনুষ্ঠান। ছবি: সারাবাংলা

গোবিপ্রবি: আদর্শ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আল-কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ফ্রি কোরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার কক্ষ (৫০১ নম্বর কক্ষ) এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব, শিক্ষার্থী পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহকারী অধ্যাপক বদরুল ইসলাম এবং জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। পরবর্তীতে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল-কোরআন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন,‘সীরাতুন্নবী (সা.) সম্পর্কে জানলে আমরা মানবতার প্রকৃত দিকনির্দেশনা পাই। ইসলাম আমাদের জীবনবিধান, যা আত্মশুদ্ধি ও সমাজকল্যাণের বার্তা দেয়।’

কোরআন বিতরণ একটি মহৎ উদ্যোগ উল্লেখ করে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘আল-কুরআন মুসলিমসহ সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। আমাদের জীবন সুন্দরভাবে গড়ে তোলার জন্য নিয়মিত কুরআন পাঠ করা প্রয়োজন।‘

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নবী করিম (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং পবিত্র কোরআনের আলো সর্বত্র ছড়িয়ে দেওয়া। আগামীতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রতিশ্রুতি দেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর