Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজাব নিয়ে কটাক্ষের রাজনীতি বাংলাদেশে চলবে না: রাকসু ভিপি জাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ২১:৩৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২৩:৪১

নীলফামারী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ‘হিজাব নিয়ে কটাক্ষ করে রাজনীতি আর বাংলাদেশে চলবে না।’ যারা হিজাব বা নিকাব নিয়ে বিদ্রূপ করে, তাদের বিরুদ্ধে শুধু শিক্ষার্থীরাই নয়—দেশের সাধারণ মানুষও প্রতিবাদ জানাবে বলে সতর্ক করেন তিনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে নিজ এলাকায় এলাকাবাসীর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের ‘বিতর্কিত’ ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘হিজাব-নিকাব নিয়ে আর কেউ কটাক্ষ না করুক। দল-মত নির্বিশেষে সবাই যেন নিজের মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারে। তবে কোনো প্রকার অশ্লীলতা, বেহায়াপনা ও অপসংস্কৃতি যেন এই দেশে জায়গা না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

বিজ্ঞাপন

সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী নবনির্বাচিত রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে ফুল দিয়ে বরণ করে নেন।