Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিগত নির্বাচন নিয়ে বিক্রম মিশ্রিকে পালটা প্রশ্ন করা উচিৎ ছিল: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ২২:১৭

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কেন কোনো প্রশ্ন তোলেনি, এই পালটা প্রশ্নটি সাংবাদিকদের করা উচিৎ ছিল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সম্প্রতি দিল্লিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ – ডিকাব সদস্যদের সঙ্গে মতবিনিময় হয়েছে। সেখানে তিনি জানিয়েছিলেন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনি দিক তারা পরীক্ষা-নিরীক্ষা করবে। আপনাদের কিছু জানিয়েছে কি তারা?

এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আমরা আইনি দিক পালন করেই শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। তারা কোনো জবাব দেয়নি। তারা তাদের দিক থেকে দেখতে থাকুক।

বিজ্ঞাপন

তিনি বলেন, তবে আপনারা যারা গিয়েছিলেন, তাদের বিষয়ে আমার একটা পর্যবেক্ষণ আছে। যেহেতু আপনি প্রশ্নটি তুললেন, তাই বলছি। ভারতের পররাষ্ট্র সচিব আপনাদের মুখে একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তারা বাংলাদেশে আগামীতে একটি স্বছ-নিরপেক্ষ নির্বাচন চান। তবে আপনাদের বলা উচিৎ ছিল গত ১৫ বছরে আপনারা (ভারত) এই প্রশ্ন তোলেননি কেন? আগের নির্বাচনগুলো কি সঠিক ছিল? তিনি (ভারতের পররাষ্ট্র সচিব) নিজে থেকেই এই সুযোগটি দিয়েছিলেন। কিন্তু আপনারা প্রশ্নটি করেননি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর