গত মৌসুমে তার অবিশ্বাস্য পারফরম্যান্সেই ৪ এল ক্লাসিকোর সবকয়টিতেই জয় পেয়েছিল বার্সেলোনা। এবারও রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সার তুরুপের তাস ছিলেন ১৮ বছর বয়সী লামিন ইয়ামালই। তবে মৌসুমের প্রথম ক্লাসিকোতে একেবারেই নিস্প্রভ ছিলেন এই স্প্যানিশ তরুণ সেনসেশন। কিন্তু হঠাৎ কী হলো ইয়ামালের?
এই মৌসুমের শুরু থেকেই ইনজুরির সঙ্গে লড়ছেন ইয়ামাল। মৌসুমের প্রায় অর্ধেক সময়টাই ছিলেন মাঠের বাইরে। তবুও ইনজুরিতে জর্জরিত বার্সার মূল ভরসা ছিলেন তিনিই।
সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের ছায়া হয়ে ছিলেন ইয়ামাল। গোল করতে পারেননি, করাতেও পারেননি। মাঠে তার উপস্থিতি ছিল একেবারেই নগণ্য। ২-১ গোলে হেরেছে বার্সা, সঙ্গে উঠেছে সমালোচনার ঝড়ও।
ইয়ামালের এমন পরিবর্তন খানিকটা অবাক করেছে সমর্থকদের। ক্রীড়া জগতের সুপরিচিত ট্রমাটোলজিস্ট লুইস রিপোলিও অবশ্য ইয়ামালকে নিয়ে খানিকটা দুঃসংবাদই দিলেন বার্সা ভক্তদের।
রিপোলিও বলছেন, ‘এটা এমন এক চোট, সত্যি বলতে এর চিকিৎসা বেশ কঠিন। এর ব্যথার কারণে খেলোয়াড়ের মুভমেন্ট ও শট নেওয়ার সামর্থ্য ৫০ ভাগ কমে যায়, ক্লাসিকোয় সেটাই আমরা দেখেছি। গোলের জন্য খুব কমই সে শট নিয়েছে, স্বাভাবিক গতিতে দৌড়াতেও তার সমস্যা হচ্ছিল। এই ব্যথা নিয়ে একজন খেলোয়াড় ম্যাচ খেলতে পারে, কিন্তু সে তার সেরাটা দিতে পারে না এবং উল্লেখযোগ্যভাবে তার পারফরম্যান্সের মান কমে যায়।’
রিপোলিও এও বলছেন, ঠিকঠাকভাবে ইয়ামালের যত্ন না নিলে লম্বা সময়ের জন্য তার পারফরম্যান্সে ভাটা পড়তে পারে।