Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ০৯:০০

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও সেই সংকট থেকে মুক্ত নয়। সম্প্রতি কিছুটা উন্নতি দেখা গেলেও গত কয়েক দিনে রাজধানীর বাতাস ফের অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৭টা ৪৪ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পরিমাপকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, ১৪২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় নবম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর অনুযায়ী, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

অন্যদিকে, একই সময়ে পাকিস্তানের লাহোর ৪০৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে। এর পরেই আছে ভারতের দিল্লি (২৩৫), চীনের বেইজিং (২০০) ও পাকিস্তানের করাচি (১৬৫)। পঞ্চম স্থানে রয়েছে চীনের উহান (১৬৪)।

বিজ্ঞাপন

একিউআই অনুযায়ী, ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর, ৩০১–৪০০ ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১-এর ওপরে থাকলে শ্বাসকষ্ট, চোখ ও গলার জ্বালাপোড়া, এমনকি হৃদরোগীদের জন্যও ঝুঁকি তৈরি করে। তাই এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
২৯ অক্টোবর ২০২৫ ০৯:০০

আরো

সম্পর্কিত খবর