Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হালদায় ১২ বছর বয়সী কাতলা মাছের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১২:১৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১২:১৮

মৃত কাতলা মাছটি। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: মিঠা পানির প্রজননসক্ষম মাছের অভয়ারণ্য হালদা নদী থেকে অর্ধগলিত একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। বার্ধক্যের কারণে মাছটির মৃত্যু হয়েছে বলে ধারণা মৎস্য বিভাগের কর্মকর্তাদের।

বুধবার (২৮ অক্টোবর) রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার আজিমেরঘাট এলাকা থেকে মৃত মাছটি উদ্ধার করা হয়।

রাতে ঘটনাস্থলে গিয়ে মাছটির মৃতদেহের সুরতহাল সম্পন্ন করেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম।

উপজেলা মৎস্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ১১টার দিকে মৃত মাছটি আজিমের ঘাট এলাকায় ভাসমানরত দেখে স্থানীয় লোকজন মৎস্য বিভাগে খবর দেন। উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে মাছটি উদ্ধার করেন হালদা নদীর রাউজান অংশের পাহারাদার রওশনগীর আলম। রাত সোয়া ১২টায় মাছটির সুরতহাল সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির ওজন ছিল প্রায় ২০ কেজি। বয়স আনুমানিক ১২ বছর। মাছটির শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ছবি: সারাবাংলা

শরীরের অর্ধেকেরও বেশি পচে যাওয়ায় সুরতহালের সময় অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ভালোভাবে পরীক্ষা করা যায়নি বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম।

ফাহিম সারাবাংলাকে বলেন, ‘মাছটি কমপক্ষে তিনদিন আগে মারা গেছে। এজন্য পচে অনেকাংশে বিকৃত হয়ে গেছে। এরপরও যতটুকু সুরতহাল করা গেছে, তাতে এটি একটি পুরুষ মাছ বলে ধারণা করা হচ্ছে। বার্ধক্যের কারণে মাছটির মৃত্যু হয়েছে। অবশ্য ময়নাতদন্ত করা যায়নি। অর্ধেকের বেশি পচে যাওয়ায় সুরতহাল শেষে মাছটি মাটিচাপা দেওয়া হয়েছে।’

সারাবাংলা/আরডি/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর