সৌদির ফুটবলকে বদলে দিতে ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন প্রো লিগে। আল নাসরের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো যেদিন থেকে মাঠে নেমেছেন, বদলে গেছে পুরো আরব অঞ্চলের ফুটবলের চালচিত্র। তবে সেই আল নাসরের হয়ে এখন পর্যন্ত ১৩টি টুর্নামেন্ট খেললেও শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি সিআর সেভেন!
সৌদি কিংস কাপে গতকাল রাতে শেষ ষোলোয় আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে আল নাসর। এতে আবারও স্বপ্নভঙ্গ হয়েছে রোনালদোর।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের হয়ে অভিষেক হয়েছিল রোনালদোর। সে বছর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতলেও সেটি ফিফা স্বীকৃত টুর্নামেন্ট নয়।
রোনালদো এখন পর্যন্ত ১৩টি অফিশিয়াল টুর্নামেন্টে আল নাসরের হয়ে অংশ নিলেও ক্লাবকে কোনো শিরোপা জেতাতে পারেননি। আল নাসরের হয়ে এ পর্যন্ত মোট তিনবার ফাইনাল খেলেছেন তিনি। তিন ফাইনালেই হারতে হয়েছে আল নাসরকে।
সৌদি প্রো লিগে ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে রানার্স আপ হয়েছিল রোনালদোর ক্লাব আল নাসর। গত মৌসুমে হয়েছে তৃতীয়। এবারের মৌসুমে অবশ্য ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত তালিকার শীর্ষে আল নাসর।
গত মৌসুমে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুতে সেমিফাইনালে খেলাই ছিল এ প্রতিযোগিতায় আল নাসরের হয়ে রোনালদোর সর্বোচ্চ সাফল্য। এবারের মৌসুমসহ এ পর্যন্ত চার মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোলসংখ্যা ১২০ ম্যাচে ১০৬।
একের পর এক টুর্নামেন্টে পাওয়া হতাশা ৪০ বছর বয়সী রোনালদো কতদিন নিতে পারবেন, সেটা নিয়েই উঠেছে প্রশ্ন। এই মৌসুমে যদি ক্লাবের হয়ে কোন শিরোপা জিততে না পারেন রোনালদো, তাহলে আল নাসর ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবেন, ধারণা করা হচ্ছে এমনটাই।