চট্টগ্রামে সিরিজের প্রথম টি-২০তে ব্যাটারদের ব্যর্থতায় হারের তিক্ত স্বাদ পেয়েছিলেন তারা। সিরিজে টিকে থাকতে হলে আজ বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে হারলেন লিটন দাস। টসে হেরে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ দল।
প্রথম ম্যাচে ১৬ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান। দলে ঢুকেছেন আরেক উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক।
গত ম্যাচের মতো আজও তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেস আক্রমণ সামলাবেন তাসকিন, মোস্তাফিজ ও তানজিম সাকিব। স্পিন আক্রমণে আছেন রিশাদ ও নাসুম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশে কোন পরিবর্তন আসেনি। আগের ম্যাচের ১১ জন নিয়েই সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে ক্যারিবিয়ানরা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসনে, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।