Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির কেন্দ্রীয় নেতারাও তাদের কাছে নিরাপদ নয়— চাঁদাবাজি প্রসঙ্গে চরমোনাই পীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৯:২৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ২০:০৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) ।

কুষ্টিয়া: নিজেদের মধ্যে চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়েই বিএনপি দুই শতাধিক মানুষকে হত্যা করেছে। বিএনপির কেন্দ্রীয় নেতারাও এখন তাদের কাছে নিরাপদ নন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। তারা আবার ক্ষমতায় এলে জনগণের জন্য নতুন করে কিছুই আনবে না বরং পুরনো দুর্নীতি, অন্যায় ও লুটপাটই বাড়বে। বিএনপির আমলে দেশ তিনবার এবং আওয়ামী লীগের আমলেও একাধিকবার দুর্নীতিতে প্রথম হয়েছিল। দুর্নীতি আর অবিচারের সংস্কৃতি এখন জাতীয় জীবনের অংশে পরিণত হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

তিনি বলেন, ‘এই দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও কোনো সরকারই সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। বরং দেশ বহুবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকায় শীর্ষে উঠেছে।’

গণসমাবেশে ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামালসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

সমাবেশে ইসলামী আন্দোলনের কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের এমপি প্রার্থী এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর