Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐকমত্য কমিশনের সুপারিশে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৯:৩৬

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রংপুর: জনগণের আকাঙ্ক্ষা ও সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেই ঐকমত্য কমিশন সুপারিশ দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মোটেলে সংবাদ সম্মেলন করে এই কথা বলেন তিনি। এ সময় দলটির সদস্যসচিব আখতার হোসেনও উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘কমিশনের সুপারিশ অনুযায়ী, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত হবে। ঐকমত্য কমিশনের এমন সুপারিশ জনগণের আকাঙ্ক্ষা এবং সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করে।’

নাহিদ ইসলাম বলেন, ‘ঐকমত্য কমিশনের বিভিন্ন সুপারিশ অনেক রাজনৈতিক দল বিপক্ষে অবস্থান নিয়েছেন। এমনকি অনেক বড় বড় সংস্কারের বিষয়ে বিএনপি বিপক্ষে অবস্থান নিয়েছেন। স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ সংস্কারের বিএনপি ভেটো দিয়েছে যা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, ‘নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং রোডম্যাপ ঘোষণা করতে হবে। সংস্কার বাস্তবায়ন না হয়ে নির্বাচন করাটা বোকামি।’

৫ আগস্টের পর দুর্নীতি এবং দুর্বিত্তায়নের রাজনীতি শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর মানুষের অনেক প্রত্যাশা ছিল সেটা পূরণ করা জরুরি। প্রশ্ন থেকে যায় মানুষের কথা বলার জায়গাটা আছে কিনা। সামাজিক ফ্যাসিবাদের উত্থান দেখা যাচ্ছে। পতিত স্বৈরাচার সরকার নানা ষড়যন্ত্রে লিপ্ত।‘ এ জন্য সকলকে রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর