Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করলেই প্রতিষ্ঠিত হবে ন্যায়ভিত্তিক সমাজ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ২০:০২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ২০:০৩

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন মাসুদ সাঈদী।

পিরোজপুর: স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও দেশে এখনো টেকসই গণতন্ত্র, জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক কাঠামো ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান, শহিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী।

তিনি বলেন, “রাজনৈতিক ক্ষমতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে না পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও ক্ষমতার ভারসাম্যে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতিগত সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) নাজিরপুর উপজেলার দেউলবারি ইউনিয়নের বিলডুমুরিয়া পদ্মডুবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, “টেকসই সংস্কারের জন্য গণতান্ত্রিক পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সংস্কার কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়—এটি একটি সামগ্রিক প্রক্রিয়া, যা সরকারকেই করতে হবে। বিচার, সংস্কার ও উন্নয়ন প্রক্রিয়াকে শক্তিশালী করতে একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন।”

তিনি আরও বলেন, “সুশাসন প্রতিষ্ঠায় সরকারের জবাবদিহিতা অতি গুরুত্বপূর্ণ। জবাবদিহিতা দায়িত্বশীলতা বৃদ্ধি করে, দুর্নীতি রোধ করে, স্বৈরাচার প্রতিহত করে। কোনো সরকারই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। আল্লাহভীরু লোক ছাড়া জবাবদিহিতার মানসিকতা সম্পন্ন লোক পাওয়া কঠিন।”

প্রশাসনের দুর্নীতি, স্বৈরাচারী মনোভাব ও আইন বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “এসব ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। আর জবাবদিহিতা ও সুশাসন পরকালে বিশ্বাসী মানুষ ছাড়া বাস্তবায়নও সম্ভব নয়।”

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “দুর্নীতি দেশে ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। এটি বন্ধে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্য। রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়নে ত্যাগ, সততা ও যোগ্যতার পরিবর্তে অর্থনৈতিক শক্তিকে প্রাধান্য দেয়—এ কারণেই দুর্নীতিবাজরা সর্বস্তরে প্রভাব বিস্তার করতে পারে।”

তিনি আহ্বান জানান, “সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বন্ধে এবার সারাদেশে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে। জনগণ আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই ইসলামপন্থীদের ঐক্যবদ্ধভাবে সংসদে পাঠাতে হবে, যাতে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব হয়।”

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের কথাও তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। ন্যায্যতা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ গণ্ডি পেরিয়ে এগিয়ে আসতে হবে।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি (সাবেক সেনা কর্মকর্তা) কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক আনিস মল্লিক, উপজেলা যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, দেউলবারি ইউনিয়ন আমীর জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি আব্দুল কাইয়ুম, নাজিরপুর বাজার সমিতির সভাপতি আল আমিন খান, নাজিরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাহিদ হক, দেউলবারি ইউনিয়নের সাবেক আমীর মো. এনামুল হক, শ্রীরামকাঠি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মশিউর রহমান ও শাখারীকাঠি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ওবায়দুল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর