ঢাকা: বিএনপির দিকে ইঙ্গিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. সাইফুল আলম খান মিলন বলেছেন, একটি দল সব কিছুতেই বিরোধীতার নীতি নিয়েছে। তারা কোনো সংস্কার মানে না। পুরাতন বৃত্তেই আটকে থাকতে চায়। তারা জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণভোট মানতে চায় না।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে শিল্পাঞ্চল থানা জামায়াত আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান বলেন, ‘দীর্ঘ অপশাসন-দুঃশাসনের পর জুলাই বিপ্লবের মাধ্যমে জাতি মাফিয়াতন্ত্রের জগদ্দল পাথর থেকে মুক্ত হয়েছে। সুখী, সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই এ সুযোগকে কাজে লাগাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতিমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হলে আল্লাহ ভীরু নেতৃত্বের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিতে হবে। যারা কোনোভাবেই আমানতের খেয়ানত করবে না।’
বিশেষ অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, ‘১/১১ কথিত জরুরি সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না বরং সে সরকার অদ্ভূত প্রকৃতির বেআইনি সরকার। ওই সরকারের কাজই ছিল আওয়ামী লীগ পুনর্বাসন।’
থানা আমির কলিমুল্লাহর সভাপতিত্বে কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নো’মান আহমেদী, শ্রমিক নেতা সুলতান মাহমুদ, থানা নায়েবে আমির মোহাম্মদ উল্লাহ ভূইয়া হারুন ও সেক্রেটারি নুর উদ্দিন মোহাম্মদ জাহিদ প্রমুখ।