Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহত মাদরাসা শিক্ষকদের দেখতে ঢামেকে এনসিপি নেত্রী তাসনিম

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ২১:৫০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ০০:২০

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর প্রেসক্লাবে পুলিশের জলকামান নিক্ষেপ, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত হওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দেখতে হাসপাতালে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে তিনি হাসপাতালে আসেন। এসময় আহত শিক্ষকদের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, আহতদের অনেকে কানে শুনতে পাচ্ছেন না, অনেকের মাথায়, হাতে পায়ে আঘাত আছে। শান্তিপূর্ণ আন্দোলন করা আমাদের শিক্ষকদের উপর এভাবে আঘাত করা হয়েছে, এটি খুবই লজ্জাজনক। এটি খুব দ্রুত তদন্ত ও বিচার অবশ্যই করা প্রয়োজন। যেই দাবি ইতোপূর্বে ২৮ জানুয়ারি আদায় করে ফেলেছে সেই দাবি বাস্তবায়নের জন্য শিক্ষকদের আবার আন্দোলন করতে হবে, এটি খুবই দুঃখজনক। আমরা চাই না এমন পুনরাবৃত্তি বাংলাদেশে আর হোক। শিক্ষকদের এইভাবে অবহেলা, নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষকদেরতো ক্লাসরুমে থাকার কথা, ওনাদেরতো মাঠে থাকার কথা ছিল না। যেই প্রতিশ্রুতি সরকার একবার দিয়েছে সেটি আদায় করতে আবার মাঠে নামতে হচ্ছে; এটি খুবই দুঃখজনক।

তাসনিম বলেন, এমনকি সংস্কার কমিশনের প্রস্তাব যেগুলো আছে, সেখানেও বাস্তবায়নের জন্য আলাদা করে কথা বলতে হচ্ছে। আলাদা করে তো কথা বলার কথা না। যেই পরিকল্পনা আমরা চিন্তা করছি বা যেই সংস্কার আসবে, যেটার ঐক্যমত আছে, সেটা আবার বাস্তবায়নের জন্য আলাদা করে আমাদের স্ট্যান্ড নিতে হবে, অথচ বাস্তবায়ন করার জন্যই কমিশন হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর