চুয়াডাঙ্গা: নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে একযোগে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমরা ঋণী। আমাদের নেতা তারেক রহমান দলের ৩১ দফা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা আমাদের দায়িত্ব।”
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের সাতটি স্থানে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাহমুদ হাসান খান বাবু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের সবচেয়ে জনপ্রিয় দল। কারণ, এই দলের শুধু লাখো নেতাকর্মীই নয়, কোটি কোটি নীরব সমর্থকও রয়েছে। যারা দলের নেতৃত্ব দেন, তাদের ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে তাদের মাধ্যমেই।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচন হবে জনগণের অংশগ্রহণে। সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগণকে উৎসাহিত করতে হবে। সাধারণ মানুষকে সম্মান দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। প্রশাসনিক কোনো সমস্যায় পড়লে বিএনপির নেতাকর্মীরা যেন তাদের সহায়তায় এগিয়ে আসে।”
বিজিএমইএ সভাপতি বাবু জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষের জনপ্রিয়তা বৃদ্ধিতে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে।
পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক উসমান গনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, ছাত্রদল সভাপতি আফজালুর রহমান সবুজ, মহিলা দলের আহ্বায়ক সালমা জাহান পারুলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।