Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ হেরে বোলারদের কাছে ক্ষমা চাইলেন লিটন

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ০৮:২৩

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হেরেছে বাংলাদেশ

ম্যাচটা ছিল বাঁচা মরার লড়াই। প্রথম ম্যাচে হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে হলে দ্বিতীয় টি-২০তে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হেরে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। সিরিজ হেরে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস তাই ক্ষমা চাইলেন বোলারদের কাছে।

গত রাতে টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের রান ১১ ওভার শেষে ছিল ১ উইকেটে ১০৫। ক্যারিবিয়ানদের স্কোর বড় হয়নি বাংলাদেশের বোলারদের সুবাদেই। নাসুম, রিশাদ, মোস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪৯ রানেই থামে উইন্ডিজদের ইনিংস।

বাংলাদেশের সামনে টার্গেট ছিল ১৫০। ২০ ওভারে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ১৩৫! দলের এমন হারের ব্যাখ্যা দিতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন বলছেন, বোলারদের ভালো পারফরম্যান্সের প্রতি সুবিচার করতে পারেননি ব্যাটাররা, ‘গত দুই-তিন সিরিজেই আমাদের বোলাররা সত্যিই ভালো করছে। সব বোলারের প্রতি আমি দুঃখিত, তারা আমাদের জন্য অসাধারণ কাজ করেছেন। কিন্তু আমরা ম্যাচ জিততে পারিনি।’

বিজ্ঞাপন

বাংলাদেশের উচিত ছিল অনায়াসেই ১৫০ রান তাড়া করা, মানছেন লিটন, ‘১৫০ মোটেও বড় লক্ষ্য ছিল না, বিশেষ করে চট্টগ্রামে। কিন্তু যখনই আমরা একটু আটকে গেছি, তখনই আউট হয়ে গেছি। বিশেষ করে আমি, আমাকে অন্তত ১২-১৩ ওভার ব্যাট করতে হবে। আমাকেও উন্নতি করতে হবে। কারণ আমি টিকে থাকলে ম্যাচ আগেই শেষ হতে পারত।’

হোয়াইটওয়াশ থেকে বাঁচতে আগামী ৩১ অক্টোবর সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর