প্রশান্ত মহাসাগরে চারটি মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হামলায় অন্তত ১৪ নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।
মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, অ্যাকাপুলকো শহরের নিকটবর্তী এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ হামলায় এখনও একজন জীবিত রয়েছে, যাকে খুঁজে পাওয়ার চেষ্টা চলছে।
হেগসেথ বলেন, এই হামলাগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবারের (২৭ অক্টোবর) মধ্যে সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই নৌকাগুলোতে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল।
এই হামলার কারণে অঞ্চলজুড়ে নিন্দার ঝড় বইছে এবং বিশেষজ্ঞরা এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্কিন কংগ্রেসের উভয় দল (ডেমোক্র্যাট ও রিপাবলিকান) প্রেসিডেন্টের এই ধরনের আদেশের ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম বলেন, ‘আমরা এই হামলাগুলোকে সমর্থন করি না। আমরা আন্তর্জাতিক চুক্তি অনুসারে সবকিছু পরিচালিত চাই।’
তিনি আরও জানিয়েছেন, মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌবাহিনী কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে।
হেগসেথের বক্তব্য অনুযায়ী, চারটি নৌকায় প্রথম হামলায় আটজন, পরবর্তী দুই হামলায় চার এবং তিনজন নিহত হন। একজন বেঁচে গেছেন। মেক্সিকোর কর্তৃপক্ষ উদ্ধার অভিযানের দায়িত্ব নিয়েছে।
হামলার ভিডিওতে দেখা গেছে, নৌকাগুলো আগুনে ভস্মীভূত হচ্ছে। হেগসেথ বলেন, ‘দুই দশকের বেশি সময় আমরা অন্য দেশ রক্ষায় কাজ করেছি। এখন আমরা নিজের দেশ রক্ষায় কাজ করছি।’
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক সাগরে নৌকায় হামলা চালানোর তার বৈধ অধিকার রয়েছে, তবে তিনি আশা করছেন কংগ্রেসের অনুমতি নিয়ে স্থলভিত্তিক লক্ষ্যেও অভিযান চালাতে পারেন।