বান্দরবান: সারাদেশে প্রায় দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যের প্রশিক্ষণ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পুলিশের ডিআইজি মো: আহসান হাবীব পলাশ বিপিএম। তিনি বলেন, এই পুলিশ সদস্যদের নির্বাচনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ছিল না। সে কারণে প্রতিটি পুলিশ সদস্য যাতে প্রশিক্ষণ গ্রহণ করে নির্বাচনে সুষ্ঠভাবে দায়িত্ব পালন করতে পারে সেজন্য আমাদের এই প্রচেষ্টা চলছে। সারাদেশে একই সঙ্গে প্রায় ১৫০টি সেন্টার থেকে তিনটি করে প্রশিক্ষণ প্যাকেজ চলছে। আমরা অন্যান্য নির্বচনী আচরণবিধিসহ বডিঅন ক্যামেরা, ক্যামেরা কিভাবে ব্যবহার করতে হয়-সেগুলো আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, যাতে তারা নির্বাচনের দিন দায়িত্বশীল আচরণ করতে পারে।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা পুলিশ লাইনে পুলিশের জিমনেশিয়াম, বাইক গ্যারেজ এবং পুলিশ বক্স উদ্ভোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সমস্যা দির্ঘদিনের। এখানে পুলিশ, সেনাবাহিনী,আনসার এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে। আমরা শুধু একটা প্রত্যাশা করবো প্রতিটি জণগোষ্ঠির কাছে। সেটা হলো যে আপনারা হুযুগে কিছু করবেন না। কোনো কিছু শুনলেই রিয়েক্ট না করে একটু খোঁজ নিবেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলবেন। আমরা আপনাদের প্রতিটি তথ্য দেবো।’
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদেশের ভিডিও আপলোড করে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা যাতে এগুলো দেখে বিভ্রান্ত না হই এবং বিভিন্ন পোষ্ট দেখে একজন আরেকজনের প্রতি আক্রোশ না প্রদর্শন না কার। আগামী নির্বাচন নিয়ে অনেক ঘটনাই ঘটবে বা ঘটানোর চেষ্ঠা করবে। এগুলো দেখে কেউ যাতে কোনো অঘটন না ঘটায় সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, সদর থানার ওসি মো. মাসুদ পারভেজসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।