Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেতুর পিলার থেকে আহত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৭:০৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৫৫

সেতুর পিলাম থেকে আহত অবস্থায় উদ্ধার ইব্রাহিম শেখ। ছবি: সারাবাংলা

‎বাগেরহাট: ‎বাগেরহাট মুনিগঞ্জ সেতুর মাঝ পিলারের বেসমেন্টে ইব্রাহিম শেখ নামের হাত পা বাঁধা এক ব্যক্তিকে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। তাকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইব্রাহিম শেখ বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নোনাডাঙা গ্রামের প্রয়াত শেখ বাবর আলীর ছেলে। তিনি ঢাকাতে পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে বাগেরহাট শহর সংলগ্ন ভৈরব নদের মুনিগঞ্জ সেতুর নিচে পিলারের ওপর পায়ে দড়ি বাঁধা অবস্থায় ওই ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে ইব্রাহিমকে কারা সেতুর নিয়ে ফেলে রেখে গেছে তা পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি। ইব্রাহিমের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উল-হাসান নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন শহর সংলগ্ন ভৈরব নদের মুণিগঞ্জ সেতুর নিচে পিলারের ওপর এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে তাকে পায়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করে। এসময় তিনি পুলিশ সদস্যদের কাছে তার নাম পরিচয় দেন।

ওসি আরও জানান, ওই বৃদ্ধকে কারা কখন এখানে নিয়ে এসেছে তা পরে জানাবেন বলে জানান। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টাখানেক পর তার মৃত্যু হয়।

ওসি বলেন, তার বাঁ পায়ে দড়ির দাগ রয়েছে। তিনি পেশায় স্ট্যাম্প ভেন্ডার। তিনি ঢাকাতে পরিবার নিয়ে বসবাস করেন। ১৫ দিন আগে তিনি ঢাকা থেকে তার পৈতৃক বাড়িতে বেড়াতে এসেছেন বলে জানতে পেরেছি। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

সারাবাংলা/জিজি