ঢাকা: বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় চিকিৎসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ব্যাংকক যাওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান, তার ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেন, ‘আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে মিলন লেখা নেই। আমার ভুলের কারণে ফেরত আসতে হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।’
এহসানুল হক মিলন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও জয় পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।