Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বেচ্ছায় গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন জুলাইযোদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৮:১৭ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৯:৩৫

নাম প্রত্যাহারের আবেদন জমা দিচ্ছেন আবরাব নাদিম ইতু। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ফরিদপুরে স্বেচ্ছায় জুলাই আন্দোলনে আহত যোদ্ধার সরকারি গেজেট থেকে প্রত্যাহারের আবেদন করেছেন আবরাব নাদিম ইতু (২৭) নামের এক জুলাইযোদ্ধা। তার গেজেট নম্বর-২৪৮৯।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর তার নাম প্রত্যাহারের এ আবেদন জমা দেন তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন জেলা প্রশাসকের পক্ষে আবেদনপত্রটি গ্রহণ করেন।

জেলা প্রশাসকের বরাবর দেওয়া ওই আবেদনপত্রে জুলাইযোদ্ধা আবরার নাদিম ইতু উল্লেখ করেন, ‘জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আহত হয়েছিলাম। জুলাইয়ের চেতনা দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকার তা কোনোভাবেই এক বছরের অধিক সময় ধরে পারেনি এবং কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোও বিভিন্ন অসংগতিমূলক কর্মকাণ্ড লক্ষ্যনীয়।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, ‘বিশেষ করে ফরিদপুরে বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরে পূর্বের মতোই বহাল রয়েছে অনিয়ম। একটি সিন্ডিকেটও ভাঙ্গেনি, অনিয়মও থেমে নেই, যা আপনারা সবাই অবগত আছেন। তাই আমি আমার নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার এবং মাসিক ভাতা (যদিও আমি নেইনি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম।’

এ বিষয়ে জুলাইযোদ্ধা আবরার নাদিম ইতু বলেন, ‘আমরা যে জন্য আন্দোলন করেছিলাম তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। চারদিকে নিজেদের বন্দোবস্ত চলছে। তাই আমি সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহার ও সকল সুযোগ-সুবিধা থেকেও নাম প্রত্যাহারের আবেদন করেছি।’

আবেদনপত্রটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন, ‘স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট থেকে এবং সকল ধরনের সুযোগ-সুবিধা হতে নাম প্রত্যাহারের আবেদনটি আমরা হাতে পেয়েছি। আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেব।’

বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ
৩০ অক্টোবর ২০২৫ ১৯:৩৩

আরো

সম্পর্কিত খবর