চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় এক বিএনপি কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয়েছে ওই বিএনপি কর্মী ও তার চাচাতো ভাইকে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে টানা ৪ ঘণ্টা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতার হওয়া দুজন হলেন- বিএনপি কর্মী মুহাম্মদ কামাল (৫০) ও তার চাচাতো ভাই মুহাম্মদ সোহেল (৪৮)।
এদের মধ্যে কামাল নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত খায়েজ আহমদের ছেলে। তিনি বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
র্যাব জানায়, সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ির আঙিনা, পুকুর পাড় এবং ঘরের আলমারিতে তল্লাশি করে অস্ত্রশস্ত্রের পাশাপাশি মাদকও পাওয়া গেছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে- ১১টি বন্দুক, ২৭টি দেশীয় ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্ট্যাম্প ও ১৫টি কার্তুজ। এ ছাড়াও গাঁজা এবং বিদেশি মদও পাওয়া গেছে।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র্যাব জানিয়েছে।