Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা নিরীহ আওয়ামী লীগ তাদের প্রতি সহনশীল হোন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৮:৩৭ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৯:৩৫

দলীয় সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক। ছবি: সংগৃহীত

বাগেরহাট: সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক বলেছেন, যারা আওয়ামী লীগের নামে জুলুম-অত্যাচার, হামলা-মামলা, দখল-জবরদখল করেছে, তাদের সঙ্গে কোনো আপস নয়। তবে যারা নিরীহ, শুধু আওয়ামী লীগে নাম লিখিয়েছে বা বাধ্য হয়ে অংশ নিয়েছে, তাদের প্রতি সহনশীল হোন। যদি ভোটে জিততে চান, তাদের বাড়ি বাড়ি যান, বলুন- বিএনপি ক্ষমতায় এলে তোমরা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, আমরা সেই দায়িত্ব নিচ্ছি।

বুধবার (২৯ অক্টোবর) রাতে সদর উপজেলার খানপুর ইউনিয়নে দলীয় এক সভায় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, ‘জামায়াত ভোটের জন্য হিন্দু ভাইদের বাড়ি যাচ্ছে, পূজায় যাচ্ছে, গীতা পাঠ করছে, মঞ্চে বসে বক্তৃতা দিচ্ছে, প্রসাদ খাচ্ছে- সবই একটি ভোটের আশায়।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, মহিলা দলের নেত্রী ফরিদা বেগম, মোহাম্মদ রোজিনা খাতুন প্রমুখ।

সারাবাংলা/পিটিএম