Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি নিরাপত্তা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৮:৪১

পুরস্কার তুলে দিচ্ছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনাতন বিশ্বাস। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: কলাপাড়ায় আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল’-শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় এই বিতর্ক প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনাতন বিশ্বাস।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, কলেজের প্রভাষক মো. ইউসুফ আলী, অধির চন্দ্র ঢালী, আবু সালেহ, রাদিয়া বশরী, ফকর উদ্দিন, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম, নেছারুদ্দিন, খেপুপাড়া মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত এ বিতর্ক অনুষ্ঠানে পক্ষ দলে অংশ নেন শিক্ষার্থী সুরাইয়া আক্তার হাওয়া, মেহেরুন্নেছা নদী, সুমাইয়া। বিপক্ষ দলে অংশ নেন এলমা আক্তার, রেশমা ও জান্নাত। বিচারক ছিলেন কলেজের প্রভাষক মো. জুয়েল মিয়া, আ: জব্বার বিশ্বাস ও মো. আল মামুন। মডারেটরের দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।

বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শিক্ষার্থী মেহেরুন্নেছা নদী।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর