Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয়: মাসুদ সাঈদী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৮:৫৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২০:৪৬

বক্তব্য দিচ্ছেন মাসুদ সাঈদী। ছবি: সারাবাংলা

পিরোজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের এমপি পদপ্রার্থী ও ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাঈদীপুত্র মাসুদ সাঈদী বলেছেন, ‘গণঅভ্যুত্থান নিছক একটি আন্দোলনের নাম নয়, বরং এটি দেশের জনগণের ন্যায়বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে পিরোজপুর ইন্দুরকানী উপজেলার ২নং পত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং পত্তাশী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ বুঝে গেছে—শাসক পরিবর্তনই যথেষ্ট নয়। দেশের উন্নয়নে এখন প্রয়োজন নীতির পরিবর্তন, গঠনমূলক সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি জবাবদিহিমূলক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করা।’

তিনি আরও বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন এবং প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি পিরোজপুরে সরকারি ব্যবস্থাপনায় শিল্প কারখানা স্থাপন, অবকাঠামোগত উন্নয়ন, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফায়সাল। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক।

এছাড়া বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা জামায়াতের সাবেক আমির মো. হাবিবুর রহমান, উপজেলা আমির মাওলানা আলী হোসাইন, উপজেলা সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিয়ানগর উপজেলা সভাপতি মো. মামুন হোসাইন ও ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভোটকেন্দ্র প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পাঠাও-এ এলো সিএনজি সেবা
৩০ অক্টোবর ২০২৫ ২০:৪১

আরো

সম্পর্কিত খবর