Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে পুড়িয়ে ফেলা হলো দাবিহীন দলিল

লোকাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৯:০২

পুড়িয়ে ফেলা হচ্ছে দাবিহীন দলিল। ছবি: সারাবাংলা

হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাব-রেজিস্টার অফিসে ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের পুরনো ও না দাবিকৃত দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অফিস সূত্রে জানা যায়, উক্ত সময়ে যেসব দলিল গ্রহীতারা গ্রহণ করতে আসেননি, সেই প্রায় এক হাজারটি দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অফিস চত্বরে আগুন পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় হাকিমপুর সাব-রেজিস্টার অফিসের দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্টার নামজুল হক, সহকারী কর্মচারী, নকল নবীশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্টার নামজুল হক বলেন, সরকারের সকল নিয়মনীতি মেনে ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত না দাবিকৃত দলিল ধ্বংস করা হয়েছে। এসব দলিল ইতোমধ্যে কপি হয়ে বালাম বর্হিতে লিপিবদ্ধ রয়েছে। প্রয়োজন হলে সেই রেকর্ড থেকে অবিকল নকল তোলা যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আগস্ট ২৫ তারিখে ১৭৬ নম্বর স্বারকের মাধ্যমে প্রথম নোটিশ জারি করা হয়। পরবর্তীতে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে না দাবিকৃত দলিল ধ্বংসের দিন নির্ধারণ করে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

পাঠাও-এ এলো সিএনজি সেবা
৩০ অক্টোবর ২০২৫ ২০:৪১

আরো

সম্পর্কিত খবর