Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শাপলা কলি’ নয়, প্রতীক হিসেবে ‘শাপলা-ই’ চায় এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৯:০৭ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২০:৪৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফাইল ছবি

‎ঢাকা: নির্বাচন কমিশন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, এটিই হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রতীক। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে তারা, ‘শাপলাতেই’ অনড় আছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সারাবাংলাকে এ কথা জানান দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। তিনি বলেন, ‘আমাদের প্রার্থিত প্রতীক শাপলা। আমরা শাপলার ব্যাপারেই অনড়। নির্বাচন কমিশন এতদিন বলেছে যে, তালিকায় না থাকার কারণে শাপলা দেওয়া যাচ্ছে না, সেটির যৌক্তিকতা নাই।’

নিবন্ধনে তাদের ‘শাপলা কলি’ দিলে মেনে নেবে কি-না? এমন প্রশ্নের জবাবে মুসা আরও বলেন, “যেভাবে তারা ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করেছে, সেভাবে ‘শাপলা’ অন্তর্ভুক্ত করে এনসিপিকে বরাদ্দ দিতে হবে।”

বিজ্ঞাপন

‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সমনে রেখে এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ‎এর মধ্যে এনসিপিকে তফসিলে থাকা ৫০টি প্রতীকের মধ্যে থেকে মার্কা বেছে নিতে ৭ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেয় ইসি।

‎নির্ধারিত সময়ে প্রতীক বেছে না নিয়ে বিধি সংশোধন করে শাপলা প্রতীকের দাবি তোলে এনসিপি। কিন্তু ইসির পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছিল, তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। এর মধ্যে এনসিপি নেতারা হুঁশিয়ারি দেন, তারা ‘শাপলা’ প্রতীকেই ভোট করবেন এবং এই প্রতীক না পেলে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবেন।

সারজিসসহ এনসিপি নেতাদের এমন অনড় অবস্থান এবং রাজপথে নামার হুঁশিয়ারির মধ্যে বৃহস্পতিবার প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন।

‎এর আগে, ২৪ সেপ্টেম্বর প্রতীক তালিকা সংশোধন করে ১১৫টি মার্কা করা হয়। সেবার প্রতীক সংখ্যা বাড়ালেও তাতে শাপলা ছিল না। এবার নির্বাচন কমিশন আগের ১৬টি প্রতীক বাদ দিয়ে নতুন প্রতীকের তালিকার গেজেট প্রকাশ করে। যেখানে শাপলা কলি, সিঁড়ি, হ্যান্ডশেক ও সূর্যমুখী রয়েছে।

সারাবাংলা/এনএল/পিটিএম