ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর এলাকায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দারুন নাজাত মহিলা মাদরাসার সাত শিক্ষার্থী ও এক আয়া আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-নবীনগরের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জের আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন (৬), সদর উপজেলার সাদেকপুরের রওজা আক্তার (১২), ভাদুঘরের নুসরাত (১১) ও জান্নাতুল মাওয়া (৮), কসবায় শিমরাইল গ্রামের উম্মে তাইসান (৫) এবং মাদ্রাসার আয়া আলেয়া বেগম (২২)।
মাদরাসার পক্ষ থেকে ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ জানান, চারতলা ভবনের বাইরে বিদ্যুতের তারে পড়ে থাকা কাপড় একটি স্টিলের পাইপ দিয়ে আনতে গেলে পাইপটি তারে লেগে যায়। এতে আয়া আলেয়া বিদ্যুতায়িত হন এবং রুমের ভেতরে থাকা ছাত্রীদের গায়েও শক লাগে।
তিনি আরও জানান, আহতদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাসিম খান বলেন, ‘আটজন বার্ন ইনজুরিতে ভর্তি হয়েছিলেন। ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। দুইজনকে সার্জারি ওয়ার্ডে রাখা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।