Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ লাখ টাকার ইয়াবাসহ নারী কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৯:২৪

উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার থেকে প্রায় ১২ লাখ টাকার ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি অভিযানিক দল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, এক নারী মাদক কারবারি টাঙ্গাইল সদর এলাকা থেকে সিএনজিচালিত অটোযোগে ইয়াবা নিয়ে নাগরপুরের উদ্দেশ্যে যাচ্ছেন। পরে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে দেলদুয়ার-টাঙ্গাইল রোডের মোহাম্মদপুর পূর্ব পাড়া জামে মসজিদের সামনে তল্লাশি চৌকি বসিয়ে র‌্যাব সদস্যরা যানবাহন তল্লাশি শুরু করে।

বিজ্ঞাপন

এ সময় তল্লাশি করে গাজীপুর জেলার কাপাসিয়া থানার বাহাকোদিয়া এলাকার বাসিন্দা মর্জিনা বেগম (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি হাফিজ উদ্দিন দর্জির মেয়ে। তার কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুই হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।

তিনি আরো বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

পাঠাও-এ এলো সিএনজি সেবা
৩০ অক্টোবর ২০২৫ ২০:৪১

আরো

সম্পর্কিত খবর