Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২১:৫১

পাইপলাইন মেরামতের কাজ শুরু করেছে বাখরাবাদের কারিগরি দল। ছবি: সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া এলাকায় চারলেন মহাসড়ক প্রকল্পের কাজ চলাকালীন গ্যাস সরবরাহের ছয় ইঞ্চি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বাখরাবাদের উপ-মহাব্যবস্থাপক (প্রকৌশলী) শফিকুল হক জানান, পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় লিকেজ শুরু হয়। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। ইতোমধ্যে পাইপলাইন মেরামতের কাজ শুরু করেছে বাখরাবাদের কারিগরি দল।

তিনি আরও জানান, ৪–৫ ঘণ্টার মধ্যে মেরামত কাজ শেষ করে পুনরায় গ্যাস সরবরাহ চালু করার আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কয়েক হাজার গ্রাহক রান্না ও দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়েছেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর