Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ জানুয়ারির মধ্যে ভোটকেন্দ্র ও রাস্তাঘাট সংস্কারের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ২০:০২ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২১:৫১

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎‎ঢাকা: নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বের মধ্য সব ভোটকেন্দ্র এবং ১৫ জানুয়ারির মধ্যে সব রাস্তাঘাট সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি।

‎ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার এসব কেন্দ্রেরে জন্য লাগবে।’

‎দুর্গম এলাকায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছানোর বিষয়ে তিনি বলেন, ‘সরঞ্জাম পরিবহনে হেলিকপ্টার সার্ভিস লাগবে। বিমানবাহিনী বা সেনাবাহিনীর মাধ্যমে এই সহায়তা পাওয়া যাবে।’

‎ইসি সচিব বলেন, ‘প্রচারণায় বাংলাদেশ টেলিভিশন ও বেতার দায়িত্ব পালন করবে। সেইসঙ্গে সংসদ টিভি ও বিটিভি নিউজও ভূমিকা রাখবে। পাবলিক স্কুল ও কলেজের পরীক্ষা যেন ভোটের সময়সূচিতে না পড়ে, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।’

‎শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন এবং মাঠ প্রশাসনকে তফসিলের শুরু থেকেই নির্বাচনি আচরণবিধি অনুযায়ী কাজ করার নির্দেশ দেয়ার কথা জানান ইসি সচিব।

‎ভোটের দিন প্রতিটি উপজেলায় এবং প্রয়োজন অনুযায়ী ইউনিয়ন পর্যায়েও ক্লাস্টারভিত্তিক মেডিকেল টিম গঠন করা হবে। এসব টিমে একজন চিকিৎসক, একজন নার্স ও প্রয়োজনীয় ওষুধ থাকবে। সেই সঙ্গে ফায়ার সার্ভিস নির্বাচনকালীন সময়ে প্রতিটি জেলায় তাদের প্রস্তুত টিম থাকবে।

‎বাজেট বরাদ্দ প্রসঙ্গে সচিব বলেন, ‘অর্থ বিভাগকে সহযোগিতা চাওয়া হয়েছে, তবে সব মন্ত্রণালয় ও সংস্থাকে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় খরচ ছাড়া অপ্রয়োজনীয় ব্যয় না করারও পরামর্শ দেওয়া হয়।’

‎বিদ্যুৎ সরবরাহ বিষয়ে ইসি জোর দিয়ে বলেন, ‘ভোট গ্রহণ ও গণনার সময় যেন বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে। এ সময় গগণভোটের বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এটি ইসির এখতিয়ার নয়, সরকারের সিদ্ধান্তের নয়।’

বিজ্ঞাপন
‎ সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর