রংপুর: রংপুরে নানা অব্যবস্থাপনা এবং রোগীদের ভুল চিকিৎসার অভিযোগে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার এবং একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ধাপ এলাকার এলিট হাসপাতাল, জয়তুন ক্লিনিক এবং রহমানীয়া ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়ে রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা এবং বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারি পরিচালক ডা. মেশকাতুল আবেদ এই ব্যবস্থা নেন।
এলিট হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ছিল, যা এবার তদন্তের আওতায় আসবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া এই দুই কর্মকর্তা।
তারা জানান, ডিউটি ডাক্তারের অনুপস্থিতি, অনুমোদিত শয্যার চেয়ে অতিরিক্ত শয্যা, অপারেশন থিয়েটারের মানসম্মত নয়সহ নানা অনিয়ম এই অভিযানে ধরা পড়ে। এর ফলে এলিট হাসপাতাল ও জয়তুন ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। রহমানীয়া ডায়াগনোস্টিক সেন্টারও অনিয়মের কারণে সিলগালা হয়েছে।
সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, ‘ক্লিনিক দুটিতে নানা অনিয়ম পাওয়া গেছে। ক্লিনিক-ডায়াগনোস্টিক মালিক সমিতির সঙ্গে বৈঠক করে সরকারি নীতিমালা অনুসরণের আহ্বান জানাব।’
সহকারি পরিচালক ডা. মেশকাতুল আবেদ বলেন, ‘রোগীরা সেবা পাচ্ছেন না। ডিউটি ডাক্তারের অনুপস্থিতি গুরুতর। বিএমডিসিকে লিখিত অভিযোগ করব এবং আইনানুযায়ী ব্যবস্থা নেব।’