Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনের ব্যবধানের ফের কমলো সোনার দাম

সারাবাংলা ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫ ২১:৩৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০০:৪৪

মূল্যবান ধাতু সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: ফের অস্থির সোনার বাজার। টানা কয়েকদিন মূল্যবান এই ধাতুটির দাম কমার পর গতকালই ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বেড়েছিল। তবে আজ আবার ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমেছে। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ৯৬ টাকা। তবে আজও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (৩১ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ৯৬ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।

তবে এদিন রুপার দাম কমানোরও ঘোষণা দেয়নি বাজুস। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকাই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২৯ অক্টোবর সোনা ও রুপার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময় মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। তবে রুপার দাম এ দিন অপরিবর্তিত ছিল।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর