কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, মেয়েদের স্বতঃস্ফূর্ত সাড়া আছে। সকাল থেকে ঘুরে দেখেছি ছোট বাচ্চারা পর্যন্ত রাস্তায় এসে দাঁড়িয়েছে। অনেক মানুষ আমাকে জানিয়েছেন, তারা এবার দাঁড়িপাল্লায় ভোট দেবেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা বাজারে এক নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘গণভোট ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে এ দেশের মানুষ তা মেনে নেবে না। বিরোধীরা মাঠে আসুক আমরা প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতা করব।’
সভায় পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা জামায়াতের আমির মো. রফিকুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।