কুমিল্লা: বাংলা গানের কিংবদন্তি শিল্পী ও সুরকার শচীন দেববর্মনের ১১৯তম জন্মদিন উপলক্ষ্যে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত তার জন্মভিটায় আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ‘শচীন মেলা’।
জেলা প্রশাসন ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শচীন দেবের বাড়িতে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক আমিরুল কায়সারসহ জনপ্রতিনিধি সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
মেলার প্রথম দিনে ছিল আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, কবিতা পাঠ ও নৃত্য পরিবেশনা।
আলোচকরা বলেন, ‘শচীন দেববর্মন শুধু সংগীতের জগতে এক অনন্য নামই নন, তিনি কুমিল্লার গৌরব। তার স্মৃতি ও সৃষ্টি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
জন্মভিটায় দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা শচীন দেববর্মন স্মৃতি ভবনটি সম্প্রতি সংস্কার করা হয়েছে। মেলাকে কেন্দ্র করে সেখানে জমে উঠেছে উৎসবের আমেজ। জেলার বিভিন্ন স্থান থেকে সংগীতপ্রেমীরা আসছেন মহান এই শিল্পীর স্মৃতি দেখতে ও শ্রদ্ধা জানাতে।
জেলা প্রশাসন জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) মেলার দ্বিতীয় দিনে থাকছে কুমিল্লার স্থানীয় শিল্পীদের পরিবেশনা, প্রদর্শনী এবং শচীন দেববর্মনের জনপ্রিয় গান নিয়ে বিশেষ আয়োজন।
স্থানীয়রা বলছেন, এমন আয়োজন প্রতিবছর নিয়মিত হলে শচীন দেববর্মনের জন্মভিটা হয়ে উঠবে এক অনন্য সাংস্কৃতিক কেন্দ্র, যা নতুন প্রজন্মকে তার গান ও ভাবধারার সঙ্গে যুক্ত করবে।