Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্কে বন্যায় ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫ ১৪:৩০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:৩০

বন্যায় প্লাবিত নিউইয়র্ক শহর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর বন্যায় প্লাবিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারী বৃষ্টিপাতের কারণে হওয়া বন্যায় দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলেই তৈরি হয়েছে এ দুর্যোগ। লাগার্ডিয়া বিমানবন্দরে ২ দশমিক ০৯ ইঞ্চি (৫.৩১ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৯৯ ইঞ্চি (৫.০৫ সেন্টিমিটার) বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বন্যায় রাস্তায় থাকা সবকিছু পানিতে ভাসতে দেখা গেছে। গাড়ি ও অন্যান্য যানবাহন চালাতে বেশ বেগ পেতে হচ্ছে চালকদের। বন্যায় গৃহবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ।

বিজ্ঞাপন

এদিকে, ন্যাশনাল ওয়েদার সার্ভিস ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের কিছু অংশে উপকূলীয় বন্যা সতর্কতাও জারি করেছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর