জয়সূচক রান আসার পর ডাগাউটে থাকা পুরো দল ছুটে এল তার দিকে। সতীর্থদের ভিড়ে জেমাইমা রদ্রিগেজকে তখন খুঁজে পাওয়াই মুশকিল!সব উচ্ছ্বাস, সব আনন্দ, সব কান্না তখন তাকে ঘিরেই। কেনই বা হবে না, নারী বিশ্বকাপের সেমিফাইনালে অবিশ্বাস্য এক ইনিংস খেলে ভারতকে যে ফাইনালে নিয়ে গেছেন জেমাইমা। অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের ফাইনালে যাওয়ার এই ম্যাচে হয়েছে দারুণ কিছু রেকর্ডও।
ফাইনালে পৌঁছাতে ভারতের দরকার ছিল ৩৩৯ রান। জেমাইমার সেঞ্চুরিতে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে ভারত। নারী বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড। এবারের নারী বিশ্বকাপের বিশাখাপত্তনমে ভারতের দেওয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল রাতে নতুন রেকর্ড গড়েছে ভারত। মেয়েদের ওয়ানডেতে এর আগে সর্বোচ্চ ২৬৪ রান তাড়া করে জিতেছে ভারত। তবে মেয়েদের বিশ্বকাপে ভারত এর আগে কখনো ন্যূনতম ২০০ রান তাড়া করে জিততে পারেনি।
সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া মিলে করেছে ৬৭৯ রান। নারী বিশ্বকাপে দুই দলের ইনিংস মিলিয়ে এটাই সর্বোচ্চ রানের ম্যাচ। ২০১৭ সালে ব্রিস্টলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচে উঠেছিল ৬৭৮ রান।
নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টানা ১৫ ম্যাচ জিতেছিল। গত রাতের হারের আগে সবশেষ ২০১৭ নারী বিশ্বকাপের সেমিফাইনালে এই ভারতের বিপক্ষেই হেরেছিল অস্ট্রেলিয়া! নারী বিশ্বকাপে এটা যৌথভাবে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড। আগের রেকর্ডটিও ছিল অস্ট্রেলিয়ার (১৯৯৩-২০০০)।
ফাইনালে ১২৭ রানে অপরাজিত ছিলেন জেমাইমা। নারী ওয়ানডেতে রান তাড়ায় ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস। গত মাসে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৫ রানের ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা।
২০২৫ সালে মেয়েদের এই বিশ্বকাপ ফাইনালই প্রথম ফাইনাল যেখানে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মধ্যে কাউকে দেখা যাবে না। আগের সব কটি বিশ্বকাপের ফাইনালেই এই দুই দলের মধ্যে কেউ না কেউ ছিল।

 
                                     
                         
                         
                        