প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে দুদিন আগেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-২০তে আজ মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়াতে কেমন একাদশ নামাবে বাংলাদেশ?
২৭ অক্টোবরের ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১৬ রানে। দ্বিতীয় ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও বাংলাদেশ হার মানে ১৪ রানে। দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং হতাশ করেছে সমর্থকদের।
শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। পারভেজ হোসেন ইমনকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন শামীম হোসেন। নাসুম ও রিশাদের যেকোনো একজন আজ বাদ পড়তে যাচ্ছেন। এই জায়গায় দলে ঢুকতে পারেন আরেক স্পিনার শেখ মাহেদি।
পেস ইউনিটে বিশ্রাম পেতে পারেন মোস্তাফিজ। তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে।
সিরিজ নিশ্চিত হওয়ার পরেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আজও পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ/রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

 
                                     
                         
                         
                         
                         
                        