Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩০

আলাদিপুর যুব উন্নয়ন অধিদফতরের হলরুমে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: রাজবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১শে অক্টোবর) জেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে আলাদিপুর যুব উন্নয়ন অধিদফতরের হলরুমে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব সমাবেশে যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক চায়না ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীদুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার কীর্তনীয়া।

বিজ্ঞাপন

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ও এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য, আব্দুলাহ আল মামুন, যুব উন্নয়নের উদ্যোক্তা গরু মোটাতাজাকরণ) শফিকুল ইসলাম, প্রশিক্ষনার্থী ইমরান হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার বলেন, তারুণ্য হলো পরিবর্তনের চালিকা শক্তি। তরুণরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। তাই প্রতিটি তরুণকে দেশপ্রেম, সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় রোধে যুবকদের সচেতন হতে হবে এবং ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে।

সারাবাংলা/জিজি