ঢাকা: নাশকতার পরিকল্পনায় রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি মিডিয়া তালেবুর রহমান এসব তথ্য জানান।
গ্রেফতারদের মধ্যে শেরেবাংলা নগর থানা থেকে ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৩ জন, খিলক্ষেত থানা চারজন, উত্তরা থানা দুইজন, বাড্ডা থানা তিনজন, বনানী থানা তিনজন ও তেজগাঁও থানা থেকে তিনজন।
খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় খিলক্ষেত থানাধীন ৩০০ ফিটস্থ পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে মিছিল করার জন্য নেতাকর্মী জড়ো হওয়ার সংবাদ পায় খিলক্ষেত থানা পুলিশ। সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল উপস্থিত হলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল হতে মিছিলের ব্যানারসহ আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন ও কামরুজ্জামানকে গ্রেফতার করে।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টায় উত্তরা পশ্চিম থানা এলাকায় উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল পূর্ব প্রস্তুতিকালে ব্যানারসহ মোমিনুল হাসান ও রকিবুল হাসানকে হাতেনাতে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭ টায় বাড্ডা থানাধীন প্রগতি স্মরনী মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ইয়াসিন আরাফাত, তাসরীপ হোসেন ও মো. খালেদ বিন কাওসারকে হাতে নাতে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সিটিটিসি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিটিটিসি’র একটি টিম ডিএমপি’র বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যদের সরকার বিরোধী ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রফিকুল ইসলাম, সুমন হোসেন, মেজবাউল ইসলাম, সাইফুল ইসলাম, জনি, রাশেদুজ্জামান, পরশ, মামুন, রাজু, শফিউল আলম, কুদ্দুস সরদার, মিঠুন দেবনাথসহ মোট ১৩ জন নেতা ও কর্মীকে গ্রেফতার করে।
শেরে বাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় শেরেবাংলা নগর থানাধীন শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৯০/১০০ জন সদস্য অবৈধ মিছিলে অংশগ্রহণকারী বজলুর রহমান, নুর আলম সিদ্দিক, মহিউদ্দিন আহমেদ দোলনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
বনানী থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে বনানী ঢাকা গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী জিয়াদ মাহমুদ মো. জিয়াদ ও মো. আসলামকে গ্রেফতার করে।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁও থানাধীন বিজয় স্বরনী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জটিকা মিছিল প্রাক্কালে মো. রিফাত ইসলাম, মো. মিল্লাত বাবু ও মো. স্বপন মিয়া গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন- আওয়ামী লীগের সক্রিয় সদস্য আনিসুজ্জামান রনি (৩১), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মুন্না মিয়া (২৬), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জাকির হোসেন খান (২২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. কামরুজ্জামান (২৫), ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হাসান সোহান (২৯), ছাত্রলীগের সদস্য মো. রকিবুল হাসান (৩৪), ইয়াসিন আরাফাত শুভ (২০), তাসরীপ হোসেন (২১), মো. খালেদ বিন কাওসার (২৮), কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাঁধন (৩২), সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন (৩৩), কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম (২৫), ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলাম সাইফ (৩১), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মোস্তাফিজুর রহমান জনি (৩৭), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. শেখ রাশেদুজ্জামান (৩৫), যুবলীগ কর্মী মোহাম্মদ মামুন শেখ পরশ (৩২), স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী মামুন সেখ (৪০), স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় মোহাম্মদ রাজু (৩০), যুবলীগের সক্রিয় কর্মী শফিউল আলম (৩৫) ২০। আওয়ামী লীগের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম সুনু (৪০), যুবলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ কুদ্দুস সরদার (৩২), ছাত্রলীগের কর্মী মিঠুন দেবনাথ (৩৪), বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. বজলুর রহমান বাধন (৩০), নোয়াখালী পৌর ১ যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিক (৪১) বরগুনা সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ দোলন (২৩), আওয়ামী লীগের কর্মী মো. রবিউল আওয়াল (২৫), জয় কৃষ্ণপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মিঠু দেবনাথ (৩০), সিলেট জেলা ছাত্রলীগের সদস্য আশরাফ আল কবির চৌধুরী (২৭), ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য দেব যুথি দে নব (২৩), বাউরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ফরহাদ (২১), আওয়ামী লীগের কর্মী মো. আলমগীর হোসেন জনি (৩০), আওয়ামী লীগের কর্মী বিশ্বজিৎ সাহা (৩০), আওয়ামী লীগের কর্মী মো. মাহাফুজুর রহমান (৩০), আওয়ামী লীগের কর্মী মো. আ. শুকুর (৩৫), আওয়ামী লীগের কর্মী আবিদুর রহমান (২০), আওয়ামী লীগের কর্মী মো. সাব্বির (১৯), আওয়ামী লীগের কর্মী মো. ইমন হোসেন (১৯), আওয়ামী লীগের কর্মী ফাতিনুর শিমুল (১৯), আওয়ামী লীগের কর্মী মো. আরিফুল ইসলাম (১৯), আওয়ামী লীগের কর্মী শ্রীকান্ত কর্মকার (২০), জিয়াদ মাহমুদ (২১), মো. জিয়াদ (২০) ৪৩। মো. আসলাম (২১), মো. রিফাত ইসলাম (১৯), মো. মিল্লাত বাবু (১৮) ও মো. স্বপন মিয়া (২২)।
গ্রেফতার ৪৬ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
                                     
                         
                         
                        