Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ মাসে ঝটিকা মিছিল থেকে গ্রেফতার ৩ হাজার: ডিএমপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১৯:০৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:৫৯

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ঢাকা: চলতি বছর ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এদিকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ডিসি মিডিয়া জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তিন হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি। যাদের বেশিরভাগকেই ঝটিকা মিছিল করে নাশকতা চালানোর পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে থেকে অনেকে জামিনে বের হয়ে আসছে। তারা আবার ঝটিকা মিছিলে অংশ নিচ্ছে বলেও খবর রয়েছে।

ডিসি মিডিয়া তালেবুর রহমান বলেন, ঝটিকা মিছিলের সাথে সাথে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। গাড়ি ভাঙছে, গাড়িতে আগুন দিয়েছে এ রকম ঘটনাও ঘটেছে। তবে যারাই নাশকতার সাথে জড়িত এবং ঝটিকা মিছিল করে পালিয়ে যাচ্ছে তাদের সবাইকে গ্রেফতারের চেষ্টা করা হয়েছে। আগের চেয়ে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে যাতে নিষিদ্ধ সংগঠনের কেউ ঝটিকা মিছিল বের করতে না পারে।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর