Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে নিজ বাসার ছাদ থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২১:১২

আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক। ছবি কোলাজ: সারাবাংলা

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মরদেহ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, গত চার-পাঁচ মাস ধরে রাজ্জাক মানসিক অস্থিরতায় ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। তবে তিনি কখনও পরিবারকে জানাননি, কেন তিনি এমন অবস্থায় ভুগছেন। ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো ছাদে হাঁটতে যান রাজ্জাক।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, এটি এখনো নিশ্চিত নয়। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

তিনি আরও জানান, রাত থেকে সকাল পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, এ সময়ের মধ্যে বাসায় কোনো বহিরাগত প্রবেশ করেননি। ফলে ঘটনাটি নিয়ে রহস্য আরও গভীর হয়েছে।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর