সিরিজ হার নিশ্চিত হয়েছিল আগের ম্যাচেই। বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। চট্টগ্রামে সেটাও করতে পারলেন না লিটন দাসরা। শেষ টি-২০তে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। এতে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে লজ্জার হারের স্বাদ পেল বাংলাদেশ।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও তানজিদ তামিমের রেকর্ড গড়া এক ইনিংসে বড় স্কোরের আভাস পাচ্ছিল বাংলাদেশ। বিধ্বংসী রূপে থাকা তামিম অবশ্য লড়াইটা চালিয়ে গেছেন একাই। অন্য প্রান্তে এক সাইফ হাসান ছাড়া তাকে কেউই সঙ্গ দিতে পারেননি।
৯ চার ও ৪ ছক্কায় সাজানো তামিমের ইনিংসের সুবাদে ১৪ ওভারের মাঝেই ১০০ তোলে বাংলাদেশ। তবে শেষের ব্যাটিং বিপর্যয়ে ৪৪ রানে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫১ রানে থামে বাংলাদেশের ইনিংস।
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই বিপাকে পড়েনি ক্যারিবিয়ান ব্যাটাররা। ৫২ রানে তিন উইকেট হারানোর পর রস্টন চেজ ও আকিম অগাস্টির জোড়া হাফ সেঞ্চুরিতে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় উইন্ডিজ।
শেষ পর্যন্ত ১৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।