চট্টগ্রাম ব্যুরো: এভারেস্টজয়ী ইকরামুল শাকিলকে নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের দূষণ মোকাবেলায় নাগরিকদের সচেতন করতে এ কর্মসূচি পালন করা হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে যান সিটি মেয়র। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) যৌথ এ কর্মসূচির মূল আহ্বান ছিল নাগরিকদের একত্রে দায়িত্ব নিয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ মোকাবেলায় অংশগ্রহণ করা।
অনুষ্ঠানে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘পতেঙ্গা আমাদের সবচেয়ে বেশি পরিদর্শিত উপকূলীয় এলাকাগুলোর একটি। কিন্তু প্লাস্টিকের দূষণ এর সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি।’
নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা এমন একটি দায়িত্বশীল সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক দর্শনার্থী ও নাগরিক নিজেদের সৈকত পরিচ্ছন্ন রাখা এবং সাগরকে সুস্থ রাখার দায়িত্ব নেবে।’
ইউএনডিপি বাংলাদেশের সহকারী রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার এম আসাদুজ্জামান বলেন, ‘পতেঙ্গা শুধু একটি সৈকত নয়, এটি চট্টগ্রামের গর্বের প্রতীক। কিন্তু প্রতিদিন এখানে জমা হওয়া প্লাস্টিক বর্জ্য সামুদ্রিক প্রাণী, জনস্বাস্থ্য ও জীবিকার জন্য হুমকি তৈরি করছে।’
দিনব্যাপী কর্মসূচিতে তরুণ স্বেচ্ছাসেবীরা সৈকত পরিষ্কার কার্যক্রমের পাশাপাশি পরিবেশবান্ধব ডাস্টবিন ও সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করেন। এছাড়া দর্শনার্থীদের প্লাস্টিক ব্যবহার না করার প্রতিশ্রুতি দিতে উদ্বুদ্ধ করেন।
ইউএনডিপি বাংলাদেশের ‘প্লাস্টিক সার্কুলারিটি প্রজেক্টের’ আওতায় কোকা-কোলা ফাউন্ডেশনের সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।
প্রকল্পটির লক্ষ্য চট্টগ্রাম, কক্সবাজার ও টাঙ্গাইল জেলায় ১৫ হাজার টন প্লাস্টিক বর্জ্য পুনরুদ্ধার ও দায়িত্বশীলভাবে ব্যবস্থাপনা করা, যেন যাতে প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য সম্পদে রূপান্তরিত হয়।