Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াইটওয়াশ হয়ে লিটন বললেন—একটা বিরতি দরকার

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ০৮:১৩

টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বিধ্বস্ত লিটন

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজটা হাতছাড়া হয়েছিল আগেই। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতেই গত রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে শেষরক্ষা হলো না। ক্যারিবিয়ানদের কাছে ৫ উইকেটে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে গেল লিটন দাসের দল। হোয়াইটওয়াশ হয়ে অধিনায়ক লিটন দাস বললেন, দলের সবার একটা বিরতি দরকার।

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। টি-২০ সিরিজে ভালোকিছুর আশা নিয়েই মাঠে নেমেছিলেন লিটন-জাকেররা। তবে তিন ম্যাচেই ব্যাটারদের ব্যর্থতায় সিরিজ খুইয়েছে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলছেন, একটা বিরতি পেলে চাঙ্গা হয়ে ফিরবেন দলের সদস্যরা, ‘এখানকার খেলোয়াড়েরা নিজেদের প্রমাণ করেছে। তারা জাতীয় দলে অনেক দিন ধরে খেলছে। একটা সিরিজ বাজে যেতে পারে। তবে যেই খেলোয়াড়েরা খেলেছে, সবাই নিজেদের প্রমাণ করেছে। দুয়েকজন সব সময় ভালো করে। আমার মনে হয় বিরতিটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তারা একটু ক্লান্ত আছে। বিরতির পরে আবার তারা চাঙা হয়ে আসবে এবং ভালো মতোই খেলবে।’

বিজ্ঞাপন

প্রায় দুই মাস ধরে টানা সিরিজ খেলতে ব্যস্ত বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ, আফগানদের বিপক্ষে সিরিজ, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজ; সব মিলিয়ে মহা ব্যস্ত সময় পার করেছেন লিটনরা।

লিটন জানালেন, টানা সিরিজ খেলে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন দলের সবাই, ‘অনেক সময় ক্রিকেটাররা অনেক ক্রিকেট খেলে ফেলে এবং অবসাদ চলে আসে। আপনি অনেক কিছু চেষ্টা করেন দেওয়ার জন্য, কিন্তু অনুকূলে থাকে না কোনো কোনো সময়। এই একটা সিরিজ তেমন হতে পারে। অনেক দিন ধরে ক্রিকেট খেলছে সবাই।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের আগে ১০ দিনের বিরতিটা ক্রিকেটাররা সতেজ হতে কাজে লাগাবেন বলে বিশ্বাস লিটনের, ‘খেলোয়াড়দেরও বিরতি দরকার। কারণ, আপনি যখন নিয়মিত ভিত্তিতে ক্রিকেট খেলবেন, অনেক কিছু আপনার অনুকূলে যাবে না। এখন অন্তত ১০ দিনের মতো বিরতি পাবে, নিজেকে রিস্টার্ট করার জন্য। পরে আবার আয়ারল্যান্ড সিরিজ আছে। তার আগে অনুশীলন করবে। আমার মনে হয় খেলোয়াড়েরা সবাই ভালোমতো রিকভার করে আবার ফিরবে।’

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর