Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে অটোরিকশাচালকদের আন্দোলনে সম্পৃক্ত সিপিবি নেতা সুমন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ০৮:৩৪ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১০:১৪

আনোয়ার হোসেন সুমন।

সিলেট: বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে পুলিশ তাকে আটক করে বলে জানিয়েছেন সিপিবি সিলেটের সাবেক সভাপতি প্রবীন বাম নেতা বেদানন্দ ভট্টাচার্য। তিনি জানান, শুক্রবার রাত ১২ টার সময় নগরের আখালিয়া কালিবাড়ি এলাকার বাসা থেকে সুমনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে এসএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষুদে বার্তায় আটকের সত্যতা নিশ্চিত করেন।

ব্যাটারি রিকশার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) নগরে ব্যাপক বিক্ষোভ করেন ব্যাটারি রিকশা শ্রমিকরা। এতে আনোয়ার হোসেন সুমনও সম্পৃক্ত ছিলেন। বিক্ষোভের এক পর্যায়ে সুমনসহ কয়েকজন মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাত করেন। এরপর দাবি আদায়ে রোববার (২ নভেম্বর) পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। এরমধ্যে দাবি পূরণ না হলে রোববার অনশন কর্মসূচির ঘোষণা দেন শ্রমিকরা।

বিজ্ঞাপন

এদিকে, সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেছেন, ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে। তিনি বলেন, পালটা-পালটি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কায় ব্যাটারি রিকশা শ্রমিকদের রোববারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে বহু রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর থেকে নগরে ব্যাটারি রিকশা চলতে দেওয়া হচ্ছে না।

সারাবাংলা/এনজে