ম্যাচ হারলেই যেন অজুহাতের ঝাঁপি খুলে বসেন তারা। বাংলাদেশ দলের বাজেভাবে সিরিজ হারা মানেই যেন নানা অজুহাতের উতপত্তি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবারও তার ব্যতিক্রম হয়নি। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলছেন, অতিরিক্ত শিশিরের কারণেই ভালো করতে পারেনি দলের বোলাররা।
তানজিদ তামিমের রেকর্ড গড়া ইনিংসে ভর করে ১৫১ রান তুলেছিল বাংলাদেশ। সাইফ ছাড়া আর কেউই দুই অংক ছুঁতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ এই টার্গেট ছুঁয়েছে ৫ উইকেট হাতে রেখেই।
ম্যাচ হেরে লিটন বলছেন, তাদের ফিল্ডিংয়ের সময় শিশির পড়ার কারণেই ওয়েস্ট ইন্ডিজকে বাগে আনতে পারেননি বোলাররা, ‘কিছু জিনিস আমাদের হাতে থাকে না। আবহাওয়া আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। শুধু উইকেট দেখে একটা ধারণা নেওয়া যায়। আমরা যেমন ভেবেছিলাম, তারাও তিনজন বাঁহাতি স্পিনার খেলিয়েছে। মানে তারাও টার্ন আশা করেছে, সেটাই হয়েছে। প্রথম দুই ম্যাচে তেমন শিশির ছিল না, আজ পুরোটা পড়েছে। আমরা যখন ব্যাট করেছি, উইকেট শুকনো ছিল, বল গ্রিপ করছিল ভালোমতো। তারা যখন ব্যাটিংয়ে আসে। তাদের পক্ষে চলে গিয়েছে সবকিছু। তাই কিছু কিছু জিনিস আছে আপনার নিয়ন্ত্রণে থাকবে না।’
ম্যাচ হারের বড় দায় তাই শিশিরকেই দিচ্ছেন লিটন, ‘আমাদের চেষ্টার কমতি ছিল না। আমাদের বোলাররা ভালো সামর্থ্য দেখিয়েছে। যেহেতু শিশির পড়েছে, উইকেট খুব ভালো হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য। প্রথম ইনিংসে যদি আমরা দুইশ রান করতাম… যেটা সম্ভব ছিলনা। এই উইকেটে আপনি ২০০ রান করতে পারবেন না। যেটুকু ছিল, আমার মনে হয় যথেষ্ট রান ছিল। কিন্তু যদি আউটফিল্ড শুকনো থাকত, তাহলে বলটা নরম হয়ে যেত। তখন উইকেটে ব্যাটিং করা একটু কঠিন হতো। আসলে কিছু আমাদের নিয়য়ন্ত্রনের বাইরে। শিশিরের ব্যাপারটাও আমাদের নিয়ন্ত্রনের বাইরে চলে গিয়েছে। শিশিরটা অনেক বড় প্রভাব হয়ে গিয়েছে।’